E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

২০২৫ জানুয়ারি ০৮ ১৩:২২:৪১
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  হাজী ব্রিকসের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক একই এলাকা মৃত আলী বক্স কাগুচীর ছেলে মুনছুর আলী কাগুচী (৬৫)।

নিহতের ছেলে আকবর হোসেন জানান, হাজী ব্রিকসের পাশে তাদের ৪০শতক জমি নিয়ে ভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। একারণে তারা নানা সময়ে ফসলের ক্ষতি করে আসছিল। কিছুদিন আগে আমাদের জমির উপর দিয়ে ভাটায় বৈদ্যুতিক সংযোগের জন্য তার নিয়ে যায়। প্রতিদিনের মত সকালে আব্বা আজও জমিতে কাজ করতে যায়।ওই সময় ভাটার বৈদ্যুতিক তার জমির মধ্যে পড়েছিল। পরে তিনি তার সরাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি অভিযোগ করে আরো বলেন , আমাদের সাথে ভাটা মালিক মোস্তাক আহমেদ, ম্যানেজার ইয়াছিন সহ তার ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ রয়েছে। আব্বা তাদের অনেক মামলার স্বাক্ষী ছিল বলে তারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকার জনগণ ভাটার অফিস রুম সহ স্কেভেটর (ভেকু) ভাঙচুর করে। এ বিষয়ে অভিযুক্ত ইটভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(আরকে/এএস/জানুয়ারি ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test