E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে হতাহতদের পরিচয় মিলেছে

২০২৫ জানুয়ারি ০৭ ২২:৪৭:২৬
ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে হতাহতদের পরিচয় মিলেছে

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরিদপুরের গেরদা ইউনিয়নে কাফুরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে সংগঠিত দুর্ঘটনায় নিহত ৫ জন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে।

দুপুর ১২ টার পরে হওয়া ওই দুর্ঘটনায় মোট ৯ জন হতাহত হওয়ার খবর নিশ্চিত করেন কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান। পুলিশ, হাসপাতাল ও স্থানীয়দের তথ্য মতে, ওই দুর্ঘটনায় হতাহত মোট নয় জনের মধ্যে যে তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন তারা হলেন- ১। সায়েম ভূঁইয়া (৪০), পিতা- মাসুম শরীফ ভূঁইয়া ২। সাদিয়া জহির (৪৫), স্বামী-হাসিব জহির ৩। রানী শরীফ ভূঁইয়া (৬৭), স্বামী- মাসুম শরীফ ভূঁইয়া, সর্ব সাং- ভুইয়া পাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।

এছাড়া, দুর্ঘটনায় গুরুতর আহত ৪। আতিফা রহমান (৩৬), স্বামী- আবু সাঈদ ভূঁইয়া, সাং- ভূইয়াপাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ ৫। উম্মে তাজসুমা(৩০), স্বামী- আলমগীর হোসেন, সাং- ধরি সোনার কান্দা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ ৬। মাইক্রোবাস ড্রাইভার নাজমুল (৩৩), পিতা- শাহ আলম, সাং- আটরা ফকির পাড়া ৭। নাদিরা আফরিন (৩০), পিতা- বজলুর রহমান, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ ৮। তাসরিন (১৬), সাং- অজ্ঞাত এবং স্থানীয় চা বিক্রেতা ৯। শেখ জিন্নাহ (৬০), পিতা- শেখ জালাল, সাং- গেরদা, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরকে স্থানীয় লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য বেলা দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আহতদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে আতিফা রহমান ও উম্মে তাজসুমাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। যার ফলে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ায় মোট ৫ এ।

বাকী আহত ৪ জনের দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ। পরবর্তীতে ওই দুর্ঘটনার খবর সংবাদ পেয়ে আহতেদের আত্নীয় স্বজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য আহত তাসরিন এবং নাদিরা আফরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মাইক্রোবাসের ড্রাইভার নাজমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাদের স্বজনেরা। অবশিষ্ট আহত চা বিক্রেতা স্থানীয় শেখ জিন্নাহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

(আরআর/এএস/জানুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test