E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান, ৭৮ লক্ষ টাকা জরিমানা আদায়

২০২৫ জানুয়ারি ০৭ ১৭:৩৬:৪২
ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান, ৭৮ লক্ষ টাকা জরিমানা আদায়

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩টি ইটভাটা ভেঙে দেওয়া সহ ১৩টি ইটভাটায় ৭৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

ময়মনসিংহ সদর উপজেলায় গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এর উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ও সদর উপজেলার মধ্যবাড়েরার পাড় ও উজান বাড়েরা নামক এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘন করায় একটি ইটভাটাকে সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে। ৩ টি ইটভাটাকে আংশিক ভাঙ্গা হয়েছে এবং আরও ৯ টি ইটভাটাসহ মোট ১৩ টি ইটভাটাকে ৭৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম ও রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ এ ব্যাপারে সহযোগিতা করেন, এ ছাড়াও ময়মনসিংহ ফায়ার সার্ভিস অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে...বলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সংবাদ মাধ্যমকে জানান। অভিযানে নিম্নবর্নিত ইটভাটাগুলোকে জড়িমানা সহ একটি ভাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। মেসার্স এইচ এম বি ব্রিক্স, মেসার্স জামান ব্রিক্স, মেসার্স রতন ব্রিক্স ১, মেসার্স শাপলা ব্রিক্স, মেসার্স সুরুজ ব্রিক্স, মেসার্স জনতা ব্রিক্স, মেসার্স মামুন সুপার ব্রিক্স, মেসার্স সাইফুল ব্রিক্স, মেসার্স রতন ২, মেসার্স এশিয়ান ব্রিক্স,মেসার্স রতন ব্রিক্স ৩,মেসার্স সুমন ব্রিক্স, মেসার্স সেবা এ বারী ব্রিক্স । এ ব্যাপারে ময়মনসিংহ মানুষের মুখে মুখে পরিবেশ অধিদপ্তরের কঠোর পদক্ষেপের প্রশংসা দেখা যায়, মোট ৭ টি ইটভাটাকে অবিলম্বে বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

(এনআরকে/এসপি/জানুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test