E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আগৈলঝাড়ায় প্রশাসনের উদোগে পাঁচ শকাধিক দুঃস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ

২০২৫ জানুয়ারি ০৭ ১৭:০২:২৬
আগৈলঝাড়ায় প্রশাসনের উদোগে পাঁচ শকাধিক দুঃস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সরকারের এাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় শীতার্ত, দুঃস্থর্  ৫শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

গতকাল সোমবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়নের বরাদ্ধকৃত ১শ ১০পিচ কম্বল অসহায় পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন ও বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসসহ ইউপি সদস্যগন, ইউপি সচিব সচিব সুবর্না মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যগ্ম -আহবায়ক সোহেল পাইক, ইউনিয়ন বিএনপি'র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান হাবুল, যুবদল নেতা আলম ফকির, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার হৃদয় হাসান বাবু, সাধারণ সম্পাদক রাজীব ফকির, দপ্তর সম্পাদক মো. আনোয়ার খান ও ইমরান ফকিরসহ অন্যান্যরা।

সূত্র মতে, সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মাধ্যমে উপজেরা পাঁচটি ইউনিয়নে ৫ শ ৫০পিচ কম্বল বরাদ্দ প্রদান হয়। প্রতি ইউনিয়নে ১ শ ১০ পিচ করে বরাদ্ধ দেয় উপজেলা প্রশাসন।
একই দিন দুপুরে রতœপুর ইউনিয়ন পরিষদ মাঠে ১শ ১০জনকে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। সেখানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন।

আজ মঙ্গলবার গৈলা ইউনিয়ন, বুধবার বাগধা ও রাজিহার ইউনিয়ন পরিষদে অনুরুপভাবে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান পিআইও মোশারেফ হোসেন।

(টিবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test