E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-ভাইয়ের দ্বন্দ্ব

২০২৫ জানুয়ারি ০৭ ১৬:৩৮:৩৮
পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-ভাইয়ের দ্বন্দ্ব

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে রঞ্জিত কুমার পাল ও অসিত কুমার পাল এর মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।

রঞ্জিত কুমার পাল বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার এলাকার মৃত জগবন্ধু পালের ছেলে। অন্যদিকে অসিত কুমার পাল একই এলাকার মৃত গৌর চন্দ্র পালের ছেলে। রঞ্জিত কুমার পাল ও অসিত কুমার পাল সম্পর্কে আপন চাচাতো ভাই।

অভিযোগ উঠেছে অসিত কুমার পাল (বিএস) ৪০৬৩ দাগের ৩৩ শতাংশ জমির উপর বসতবাড়ি ও মার্কেট করে দীর্ঘ ৩০/৪০ বছর যাবত ভোগদখল করে আসছে।ওই দাগে রঞ্জিত কুমার পাল সাড়ে ৪ শতাংশ জমির দাবীদার হলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমঝোতার মাধ্যমে ছেড়ে আসেন। সে সময় সবার সিদ্ধান্ত অনুযায়ী রঞ্জিত কুমার পাল (বিএস) ৪০৬০ দাগের ১৫ শতাংশ জমি ভোগদখল করে আসছে। সম্প্রতি অসিত কুমার পাল ১৫ শতাংশ জমির উপর এসে সামনের অংশের সাড়ে ৪ শতাংশ দাবি করে দখলের পায়তারা চালাচ্ছে। পক্ষান্তরে অসিত কুমার পাল তার বসত বাড়ির পেছনে ফেলে রাখা (খাদ) সাড়ে ৪ শতাংশ রঞ্জিত কুমার পালের ছেড়ে দিয়ে চায়।

এ বিষয়ে অসিত কুমার পাল বলেন, আমি যে সময় এই বাড়ি ও মার্কেট করেছি সে সময় এখানে খাদ ছিলো। আমি দীর্ঘদিন ধরে এগুলো ভরাট করে বসত বাড়ি ও মার্কেট করেছি।ওই ১৫ শতাংশ জমির সাড়ে ৪ শতাংশ আমার প্রাপ্য। আমি কেনো বাড়ির পেছনের খাদ নিয়ে ভালো জমি ছেড়ে আসবো। তিনি আরও বলেন আমি এখনো ওই জমির উপর যাইনি। তারা মিথ্যা অভিযোগ তুলেছে। আমি ওই জমি পেতে কোটে মামলা করেছি। তাই কোট যে সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব।

রঞ্জিত কুমার পাল জানান, আমরা স্থানীয় সালিশের মাধ্যমে দীর্ঘদিন আগেই সমঝোতা করে ভোগ দখল করে আসছি। এখন সে লোকজন দিয়ে দখলের পায়তারা চালাচ্ছে। তবে আমি যদি তার বসত বাড়ির দাগে সাড়ে ৪ শতাংশ জমির দাবীদার হই তবে সে যদি সামনের অংশে দেয় আমার কোন আপত্তি নাই।

(একে/এএস/জানুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test