E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বগুড়ায় যাত্রীদের আস্থা সোনাতলা এক্সপ্রেস

২০২৫ জানুয়ারি ০৭ ১৪:৩০:২৫
বগুড়ায় যাত্রীদের আস্থা সোনাতলা এক্সপ্রেস

বিকাশ স্বর্নকার, সোনাতলা : হাঁকডাক দিচ্ছে বাসের হেলপার "মাত্র এক ঘন্টায় পৌঁছে সোনাতলা থেকে বগুড়ায়"। তবে এর আগে এ সব বাসে চড়ে বগুড়ায় যেতে সময় লাগতো দের থেকে দু’ঘন্টা। অবশ্য সে কারণে মুখ ফিরিয়ে নেয় এ রুটের যাত্রীরা। যাত্রীরা ধীরে ধীরে সিএনজি নির্ভর হয়ে পড়ে। ফলে যাত্রী সংকটের কারণে চরম লোকসান গুনতে হয় এ রুটের বাস মালিকদের।

এদিকে যাত্রীদের বাসমুখী করা সহ স্বল্প সময়ের মধ্যে বগুড়া পৌঁছাতে জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি মতবিনিময় করে এক ঘন্টায় যাত্রীদের বগুড়ায় পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়। সেই সাথে ভাড়া নির্ধারণ করেন ৫০টাকা।

জানা গেছে,সোনাতলা বাস ষ্ট্যান্ড থেকে ১২মিনিট পর পর ১৫টি সোনাতলা এক্সপ্রেস নামক বাস ভোর ৬,৩০মিনিট থেকে সন্ধ্যা ৭,৩০মিনিট পর্যন্ত বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেই সাথে অনুরুপ গাড়ি বগুড়া থেকেও আসে সোনাতলায়।

যাত্রীরা জানান, সিএনজিতে বগুড়া শহরে যেতে হলে ৮০ টাকা গুনতে হয় তবে পৌঁছে দেয় শহরের দত্ত বাড়িতে। আবার সেখান থেকে সাতমাথায় পৌঁছাতে অতিরিক্ত ২০টাকা গুনতে হয়। তারা আরো বলেন সিএনজি অনেক সময়েই দূর্ঘটনার শিকার হয় তবে বাসে যাতায়াতে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কম। অপরদিকে সিএনজি ও রিকসা ভাড়া সব মিলিয়ে অর্ধেক টাকায় এবং কম সময়ের মধ্যে বাসে করে বগুড়ায় যাওয়া যায়।

বাসের হেলপার জানান, কর্তৃপক্ষের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সোনাতলা এক্সপ্রেস বাস সোনাতলা ষ্ট্যান্ড হতে ছেড়ে বালুয়াহাট, মোকামতলা,মহাস্থান,মাটিডালি হয়ে বগুড়া সাতমাথার সন্নিকটে আমরা এক ঘন্টায় যাত্রীদের পৌঁছে দেয়।

সজিব পরিবহনের চালক আলমগীর হোসেন জানান, আগে বেশি সময়ে বগুড়া পৌঁছানোর কারণে যাত্রী কম হতো তবে এখন এক ঘন্টায় গাড়ি পৌঁছানোয় যাত্রী সংখ্যা ব্যাপক বেড়েছে।এতে করে যেমন আয় বেড়েছে মালিকের তেমনি রোজগার বেড়েছে শ্রমিকের। এক ঘন্টায় গাড়ি পৌঁছাতে মানসিক চাপ কেমন নিতে হয় এমন প্রশ্নের জবাবে বলেন রাস্তা ভালো হওয়ার কারণে কোনো চাপ হয়না।

রোড সেক্রেটারি মহিদুল ইসলাম বলেন,আমরা যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চালককে সব সময় সাবধানে গাড়ি চালাতে বলি। বগুড়া বাস মিনিবাস মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ষ্ট্যান্ড সেক্রেটারি মোনারুল ইসলাম(বিটু)বলেন,বর্তমানে সিএনজি সহ রিকসায় বগুড়া শহরের সাতমাথায় যেতে ১শ টাকা লাগে এমন সময়ে আমরা ৫০টাকায় যাত্রীদের বগুড়ায় নিরাপদে পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন সিএনজিতে চলাচলে প্রায়ই দূর্ঘটনা শিকার হতে হয় যাত্রীদের।

(বিএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test