E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫

২০২৫ জানুয়ারি ০৭ ১৪:১৯:২৫
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের কাফুরা নামক স্থানে ফরিদপুর-বরিশাল মহাসড়কের রেল লাইন সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ওই দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত ও একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে এসব খবর নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাফর ইকবাল।

এখন পর্যন্ত নিহত এবং আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি ট্রেন কাফুরা রেলগেট পার হওয়ার সময় একটি মাইক্রোবাস রেল লাইনের ওপর ওঠে পড়লে ওই সংঘর্ষ হয়। ওই সময় মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ থেকে গজ দূর পর্যন্তে ছেঁচড়ে যাওয়ার পর বিকট শব্দে মাইক্রোবাসটির ওই রেল লাইনের পাশে থাকা একটি পুকুরে ছিটকে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উদ্ধার কার্যক্রম চলমান ছিল। ধারনা করা হচ্ছে হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রি।

উল্লেখ করা যেতে পারে এর আগেও একই স্থানে একাধিক এমন দুর্ঘটনা ঘটলেও এটি সমাধানে কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কেউই। এ নিয়ে স্থানীয়দের চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

(আরআর/এএস/জানুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test