E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে ভাসুরের হামলায় গৃহবধূ আহত

২০২৫ জানুয়ারি ০৬ ১৯:১০:৪১
নড়াইলে ভাসুরের হামলায় গৃহবধূ আহত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামে নিচু জমির মাটি ভরাটকে কেন্দ্র করে ভাসুরের হামলায় গৃহবধূ গুরুতর আহত হয়েছে। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বজন ও পারিবারিক সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের জয়পুর গ্রামের পুলিশ কর্মকর্তা মো: আনিচুর রহমানের স্ত্রী মাবিয়া বেগম (৩৬) শ্রমিকদের দিয়ে নিজের ক্রয়কৃত জমিতে মাটি ভরাট করছিলেন। এর জের ধরে আজ সোমবার সকালে আপন ভাসুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল শেখের নেতৃত্বে তার স্ত্রী ফিরোজা বেগম, ছেলে ওয়ালিদ শেখ, মেয়ে সুমাইয়া বেগমসহ ৫/৬ জনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত অর্তকিত ভাবে লাঠিসোটা দিয়ে গৃহবধূ মাবিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইকবাল শেখের সাথে মোবাইল (০১৯৫৯২৬৯৫৯১) নম্বরে একাধিকবার ফোন করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/জানুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test