E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় 

২০২৫ জানুয়ারি ০৬ ১৮:১১:১২
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মো.মিজানুর রহমান  মতবিনিময় করছেন। আজ সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে টাঙ্গাইল জেলা পুলিশ।

মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, দেশের পুলিশ বাহিনী বর্তমানে একটি ক্রান্তিকাল পার করছে। পুলিশকে সাধারণ মানুষের কাছে বিশ্বস্ত করতে ও পুলিশের মনোবল সস্পুর্নভাবে ফিরিয়ে আনতে সাংবাদিকদের গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে। এ সময় তিনি টাঙ্গাইল জেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সময়ে এ সমস্ত সমাধান করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

তিনি বলেন, টাঙ্গাইলের মানুষ খুবই শান্তিপ্রিয়। জেলার আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার ।

উল্লেখ্য, তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকরি কালীন সময়ে তিনি র‌্যাব, পিবিআই, নৌ পুলিশ এবং চাঁদপুর জেলা পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। পুলিশ সুপার হিসেবে ৪ বছরের অধিক সময় ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশ ৫ ও গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ২ এ সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। দেশে-বিদেশে ১৫টি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদান ও কঙ্গোতে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশে তার বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সস্তানের জনক। তার নিজ জেলা সাতক্ষীরা।

এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/জানুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test