E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নৈশ প্রহরীসহ তিনজন আটক, তদন্ত কমিটি গঠন 

এবার লোহাগড়া সরকারি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’

২০২৫ জানুয়ারি ০৫ ১৮:৪৯:৫২
এবার লোহাগড়া সরকারি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল স্ক্রল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের নিচ তলায় ডিজিটাল ক্রল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।

এ ঘটনা এলাকায় চাউর হয়ে গেলে লোহাগড়ায় তোলপাড়ের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লীনা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ও যৌথ বাহিনীর সদস্যগণ। এ সময় সৃষ্ট ঘটনার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল লোহাগড়া কলেজ শাখা, লোহাগড়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয় জানতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা জানান, 'কলেজের ডিজিটাল ক্রল সাইনবোর্ডে ছাত্রলীগ আবার ভয়ংকর রুপে ফিরে আসবে'-এমন লেখা ভেসে উঠার ঘটনায় কলেজের প্রভাষক মো : নুরুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দু’জন সদস্য হলেন, প্রভাষক এম, এম, তারিকুল আলম ও লোহাগড়া উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত। গঠিত কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান।

এ বিষয়ে জানাতে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, এ ঘটনায় শনিবার রাতেই ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কলেজের কম্পিউটার অপারেটর মো: মাহাবুবুর রহমান (৩৮), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরান কাজী (২৪) ও কলেজের নৈশ প্রহরী এস এম আরিফুজ্জামান ( ৪৫)। তাদেরকে আজ রবিবার সকালে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রিয়াদ মোবাইল ফোনে বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

(আরএম/এসপি/জানুয়ারি ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test