E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ

২০২৫ জানুয়ারি ০৪ ২৩:২৫:২৫
কাপ্তাইয়ে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ঐতিহ্যবাহী তরুণ সংঘের উদ্যোগে কেপিএম ব্রিক ফিল্ড মাঠে অনুষ্ঠিত  মহান বিজয় দিবস উপলক্ষে  ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা শনিবার (৪ জানুয়ারি) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বিজয় দিবস উপলক্ষে  টুর্নামেন্টের এ খেলাটি গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল।

উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টে ২০২৪ এ ১৬টি দল অংশগ্রহণ করেন। প্রায় ২৪ দিন পর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হয়। ফাইনাল খেলা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি সংসদ বনাম শাপলার ছাত্র সংঘ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ট্রাইবেকারে ফলাফল নির্ধারন করা হয়। এতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ৫-৪ গোলে শাপলা ছাত্র সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কর্ণফুলী পেপার মিল ব্যবস্থাপনার পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

ফাইনাল খেলায় আরওবিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক জাতীয় দলের ফুটবলার ও চন্দ্রঘোনা তরুণ সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এফআই কামাল, কাপ্তাই উপজেলা এসিল্যান্ড স্বরূপ মুহুরী, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ, বিজিএমই পরিচালক শফিউল করিম খোকন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সাবেক কৃতি ফুটবলার আসলাম খান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আনিসুর রহমান,তরুণ সংঘের উপদেষ্টা হারুনুর রশিদ রতন, খেলায় সর্বিক সহযোগিতায় মো: ইব্রাহিম হাবিব মিলু, এ ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন মুক্তি সাধন বড়ুয়া, সরকারি বেপার আব্দুল কাদের ও জাহাঙ্গীর আলম।

ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শাখের হোসাইন ও সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন লিটন, গণমাধ্যমকর্মী মাহফুজ আলম, নজরুল ইসলাম লাভলু, চৌধুরী মোঃ রিপন, রিপন মারমা, এম বাবুল, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো: জাকির হোসেন প্রমুখ।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কয়েক হাজারো দর্শকের সমাগম ঘটে।

(আরএম/এএস/জানুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test