E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

২০২৫ জানুয়ারি ০৪ ১৯:০৩:১০
ফরিদপুরে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে গলা কেটে খুনের পর বস্তাবন্দি করে ফেলে রাখা মো. আব্দুল হালিম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।

আজ শনিবার‌ ফরিদপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের মডেল টাউনের মোকলেস মন্ডলের বাড়ির বাউন্ডারির ভিতরে বস্তাবন্দি গলাকাটা অবস্থায় থাকা এবং বালি দিয়ে ঢেকে রাখা ওই লাশটি উদ্ধার করে পুলিশ।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আসাদ জানান, আব্দুল হালিম (২২) মধ্য আলিপুর কুবা মসজিদ সংলগ্নআব্দুর রব শেখের ছেলে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে নিখোঁজ হয়। এরপর হালিমের পরিবার গত ৩ জানুয়ারি (শুক্রবার) ফরিদপুর কোতোয়ালি থানায় একটি জিডি করেন। পরবর্তীতে পুলিশ জিডির সূত্রধরে জনৈক মোকলেছ মন্ডলের বাড়ির ভাড়াটিয়া ও হালিমের এক বন্ধু রনি মিয়ার বাসায় এসে নিখোঁজ হালিমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় তাদের কথাবার্তা পুলিশের কাছে সন্দেহজনক হলে পুলিশ তল্লাশি চালিয়ে প্রথমে হালিমের রিক্সাটি রান্নাঘরে খোলা অবস্থায় পায়।

রান্না ঘরের পিছনে নতুন মাটি খোরা দেখে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর হোসেন এর সন্দেহ হয়। এক পর্যায়ে পুলিশ স্থানীয় লোকজন ডেকে মাটি খুঁড়ে ভিকটিম এর লাশ প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় উল্টো ভাবে হাত-পা বাঁধা ও গলা ঘাড়ে কাটা অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ লাশের সুরতহাল করতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(আরআর/এসপি/জানুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test