E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশের মালিকানা বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় অপরাধের সম্ভাবনা বাড়ছে’ 

২০২৫ জানুয়ারি ০৪ ১৮:৪১:৩৭
‘দেশের মালিকানা বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় অপরাধের সম্ভাবনা বাড়ছে’ 

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের মালিক জনগন। যত বিলম্ব হচ্ছে জনগণকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় অপরাধের সম্ভাবনা বাড়ছে। 

আজ শনিবার দুপুরে বরিশালের গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের মঈন উদ্দীন-ফখরুদ্দিনরা কিন্তু এই অপরাধের দোষে দুষ্ট। শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই অন্তর্বতীকালীণ সরকারকে আমরা সাবধান করে রাখতে চাই। যদিও অন্তবর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্টাসহ বেশির ভাগ উপদেষ্টা নির্বাচনের বিষয়ে আন্তরিক দু’একজন বোঝাবুঝির ঘাটতি আছে। তাদেরকে আমরা পরিস্কারভাবে বলতে চাই, জনগণ একটা অবাধ নির্বাচন করবে। সেই নির্বাচনের জন্য যেটুকু জরুরি সংস্কার সেটুকুর জন্য আমরা প্রস্তুত। বাকি সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে। কিন্তু জনগণকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্র, সরকার, গণতন্ত্র, সংবিধান ও নির্বাচন থেকে বিচ্ছিন্ন রেখে সরকার পরিচালনার পক্ষে আমরা না। এই সরকার যতক্ষণ পর্যন্ত আন্তরিক ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে আছি।

ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, কালবের জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জামাল হোসেন ফকির, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু।

(টিবি/এসপি/জানুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test