E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্যতিক্রম অনুষ্ঠান 

মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা 

২০২৫ জানুয়ারি ০৪ ১৮:৩১:৫২
মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা দেয়া হয়েছে। ব্যতিক্রমধর্মী এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন পাশে আছি মাদারীপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সম্মাননা পুরস্কার পেয়ে আনন্দিত পুত্রবধুরা। আয়োজকদের দাবি, সমাজে বর্তমানে পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে এই ব্যতিকর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের জেলা শিশু একাডেমির হলরুমে এই অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।

সেরা পুত্রবধুরা হলেন, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, মোসা. মরিয়ম অহিদ, রাবেয়া আক্তার মুক্তা, রিমা, সুরাইয়া আক্তার, সামসুন নাহার, আরিফা আফরোজ অন্তরা, সুলতানা রাজিয়া, মিসেস ফারজানা, আছমা খাতুন, সাবিকুন্নাহার আক্তার ও লাবণী আক্তার আশা।

‘পুত্রবধূ ও শশুর-শাশুড়ির ঐকান্তিক অনবদ্য ও চিরায়ত সম্পর্কের বন্ধনে’ এই স্লোগানকে সামনে রেখে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা পুরস্কার প্রদান করেছেন পাশে আছি মাদারীপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সী, আবৃত্তি সংগঠন মাত্রা’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, নিরাপদ চিকিৎসা চাই এর মাদারীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা বায়জীদ মিয়া।

আয়োজক বায়জীদ মিয়া বলেন, বর্তমানে আমাদের সমাজে পরিবারগুলো ব্যক্তি কেন্দ্রিক হয়ে উঠেছে। আবহমান বাংলার যে ঐতিহ্য একান্নবর্তী পরিবার সেই ধারাবাহিকতা ধরে রাখতেই এই বিশেষ সম্মাননা পুরস্কারের আয়োজন করা হয়েছে। যাচাই-বাছাই কমিটি মাদারীপুরের ২৩ জন পুত্রবধূর মধ্যে থেকে সেরা ১২ জন পুত্রবধুকে মনোনীত করেন। আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সেরা বারো পুত্রবধূকে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।

সেরা পুত্রবধু লাবণী আক্তার আশা বলেন, এই সম্মাননা স্মারক পেয়ে আনন্দিত আমরা। আগামীতে আমরা শশুর-শাশুড়িসহ পরিবারের সকলের প্রতি আরো যত্নবান হবো। এই পুরস্কার প্রাপ্তি দেখে সমাজের অন্যান্য গৃহবধুরাও অনুপ্রাণিত হবেন বলে আশা করছি।

স্বেচ্ছাসেবি সংগঠন তারুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান বলেন, মাদারীপুরে এই সেরা ১২ জন পুত্রবধূকে সম্মাননা পেতে দেখে অন্যান্য পুত্রবধূ ও শশুর শাশুড়িরাও অনুপ্রাণিত হবেন। তাই এই ব্যতিক্রম আয়োজনকে সাধুবাদ জানাই।

(এএসএ/এসপি/জানুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test