E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে তারুণ্যের উৎসব

২০২৫ জানুয়ারি ০৩ ১৯:২১:০৬
পঞ্চগড়ে তারুণ্যের উৎসব

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' শিরোনামে পঞ্চগড়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। 

আজ শুক্রবার বেলা দু'টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পঞ্চগড় জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, জিপিপি অ্যাডভোকেট আব্দুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক মো. ফজলে রাব্বী, স্কেটিং ক্লাবের পরিচালক মো. হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের নবীন -প্রবীণ, শিশু কিশোর, তরুণ যুবকরা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্নাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল স্টেডিয়াম সমবেত হয়। পরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজন মাদক বিরোধী সচেতনতামূলক প্রীতিফুটবল প্রতিযোগিতার মাধ্যমে তারুণ্যের উৎসব ইভেন্ট-১'র সমাপ্তি ঘটে। ইভেন্ট -২ গ্রীণ স্কুল ক্যাম্পেইন, "আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল" শুরু হবে ৯ জানুয়ারি। ইভেন্টটি বাস্তবায়ন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পঞ্চগড় জেলা সম্বন্বয়ক মো.ফজলে রাব্বী ও মোকাদ্দেসুর রহমান সান।

(আরএআর/এসপি/জানুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test