E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার আসামি ডিবির সাবেক এসআই কনক গ্রেফতার

২০২৫ জানুয়ারি ০৩ ১৯:১৩:৫৭
নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার আসামি ডিবির সাবেক এসআই কনক গ্রেফতার

মো: শান্ত স্টাফ রিপোটার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি করে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সমালোচিত উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার বর্তমানে নিজ কর্মস্থল ১৩ এপিবিএন (এয়রিপোর্ট) থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির।

তিনি আরো জানান, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসমি মাহফুজুর রহমান কনক। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া আসামিকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, আদালত আগামী সোমবার রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করে গ্রেফতারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১ সেপ্টেম্বর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা চাইনিজ রাইফেল থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

ওই ঘটনার ২ বছর পরে ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মো. মিলন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে।

(এস/এসপি/জানুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test