E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বইয়ের চাহিদা ৬ লাখ ৬৯ হাজার ১২২টি, পাওয়া গেছে ৩ লাখ ৫৬ হাজার ৯৯২টি

২০২৫ জানুয়ারি ০৩ ১৮:৫৬:৫১
বইয়ের চাহিদা ৬ লাখ ৬৯ হাজার ১২২টি, পাওয়া গেছে ৩ লাখ ৫৬ হাজার ৯৯২টি

একে আজাদ, রাজবাড়ী : নতুন বছরের প্রথম দিনে রাজবাড়ী জেলায় প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বই পেয়েছে। তবে মাধ্যমিকে সকল শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। প্রাথমিকে চাহিদার ৫৩ দশমিক ৩৫ শতাংশ বই এলেও মাধ্যমিকে এসেছে চাহিদার মাত্র ৪ দশমিক ৩ শতাংশ।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় মাধ্যমিক,মাদরাসা,কারিগরীসহ সকল ক্যাটাগরি মিলে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫৮৫ জন। এই সকল শিক্ষার্থীর জন্য মোট বইয়ের চাহিদা রয়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৮৬২টি। কিন্তু গত ১ জানুয়ারি বই বিতরণের প্রথম দিনে বই এসেছে ৪৮ হাজার ৫২৩টি। যা মোট চাহিদার ৪ দশমিক ৩ শতাংশ। মাধ্যমিকে শুধুমাত্র ৮ম ও ৯ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গনিত বইগুলো এসেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,জেলায় ৪৮২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৮৫২টি। এ সকল বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪০৭ জন। মোট বইয়ের চাহিদা ৬ লাখ ৬৯ হাজার ১২২টি। যার মধ্যে বই পাওয়া গেছে ৩ লাখ ৫৬ হজার ৯৯২টি। বই প্রাপ্তির হার ৫৩ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সকল বই এসেছে।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট চাহিদার অর্ধেক বই চলে এসেছে। যে বইগুলো এসেছে সেগুলো বিতরণ করা হয়েছে। বাকি বইগুলো আসা মাত্রই দ্রুত বিতরণ করা হবে।

রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন, গত ১ জানুয়ারি বই বিতরণের প্রথম দিনে সকাল ১০টার পর বইয়ের ট্রাক রাজবাড়ী এসে পৌঁছায়। তারপর আমরা বিভিন্ন বিদ্যালয়ে সংবাদ দিয়ে দ্রুত বই পাঠানোর ব্যবস্থা করেছি। উপজেলাগুলোতে ভাগ করে পাঠিয়েছি। একই শ্রেণির তিনটি বই এসেছে। এখন পর্যন্ত মোট চাহিদার ৪ দশমিক ৩ শতাংশ বই এসেছে। বাকি বই পর্যায়ক্রমে আসবে। আসার সাথেই আমরা সেগুলো দ্রুত বিতরণের ব্যবস্থা করবো।

(একে/এসপি/জানুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test