E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শরীয়তপু্রে পুনাকের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

২০২৫ জানুয়ারি ০৩ ১৮:৩২:০৫
শরীয়তপু্রে পুনাকের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।

পুনাক শরীয়তপুরের সভানেত্রী কামরুন নাহার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফ-উজ-জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আদিবুল ইসলাম প্রমূখ।

এসময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ান গণমাধ্যম কর্মী ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, 'অসহায় এসব মানুষদের প্রতি বুকভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শরীয়তপুর তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। আমরা মনে করি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। আমরা এভাবে তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।'

সভাপতির বক্তব্যে কামরুন নাহার পপি বলেন, পুনাক সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে। ভবিষ্যতেও পুনাক মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

(কেএনআই/এসপি/জানুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test