E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

২০২৫ জানুয়ারি ০৩ ১৩:১২:৪৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্টাফ রিপোর্টার : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় নিমতলা ও শুক্রবার ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে নিমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাস ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মিনিবাসটি। এ সময় নিহত হন বাসের হেলপার মো. জীবন (৪৪)। তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন বাসযাত্রী মো. রায়হান (২৭)। তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

এদিকে শুক্রবার ভোরে হাসাড়া এলাকায় অপর দুর্ঘটনায় নিহত হন আরও ২ জন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামিলায়া সরকার জানান, রাতে দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আসে আরও দুজনের মরদেহ। পরে আসা নিহত দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫ হবে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

(ওএস/এএস/জানুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test