E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কল্যাণ রাষ্ট্র গঠন নিয়ে ওয়াকাথন 

২০২৫ জানুয়ারি ০২ ১৪:২২:৪৬
কল্যাণ রাষ্ট্র গঠন নিয়ে ওয়াকাথন 

গোপালগঞ্জ প্রতিনিধি : কল্যাণ রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ করতে গোপালগঞ্জে ৩ কিলোমিটার ওয়াকাথন হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে করা হয়েয়ে মুক্ত আড্ডা।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে বেলুন উড়িয়ে ওয়াকাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

পরে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”-এ প্রতিপাদ্যে সেখান থেকে একটি ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি জেলা শহরের ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে পৌর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিৎ কুমার পাল, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক হারুন-অর-রশীদ, সিনিয়র সাংবাদিক মনোজ কুমার সাহা সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।

গণমাধ্যম কর্মী মনোজ সাহা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করছে । অনগ্রসর জনগোষ্ঠির ভাগ্য উন্নয়ন, সামজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের সহজেই সেবা দিচ্ছে তারা । তাই কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজসেবা অধিদপ্তরকে অগ্রধিকার দিতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পারিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এ বছর প্রথম ওয়াকাথন করা হয়েছে। ওয়াকাথনের অভ্যাস গড়ে তুললে দেহ-মন সুস্থ থাকবে। এছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন নিয়ে হয়েছে প্রাণবন্ত আড্ডা।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ওয়াকাথনের উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে হাটব কোন একটি পারপাসে । আমরা জনসচেতনা বৃদ্ধির জন্য ৩ কিলোমিটার ওয়াকাথন করেছি। আপনারা জানেন যে, ৫ আগস্ট্রের পূর্ববর্তী যে রাষ্ট্রব্যবস্থা ছিল, সেই রাষ্ট্র ব্যবস্থার একটি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান অন্তবর্তী কালীন সরকার কাজ করে যাচ্ছে। আমরা কল্যাণ রাষ্ট্রগঠন নিয়ে ওয়াকাথন ও আড্ডা করেছি। আড্ডার সুপারিশ গুলো নীতি নির্ধারকদের কাছে প্রেরণ করব।

(এমএস/এএস/জানুয়ারি ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test