E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তালায় জেলের কাছে চাঁদা দাাবি, প্রতিবাদ করায় কুপিয়ে জখম

২০২৫ জানুয়ারি ০১ ২৩:৫৩:৩৬
তালায় জেলের কাছে চাঁদা দাাবি, প্রতিবাদ করায় কুপিয়ে জখম

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক জেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর গ্রামের কপোতাক্ষ নদের ময়রাঘাটার আইয়ুব আলীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই জেলেকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জখম হওয়া জেলের নাম বিধান বিশ্বাস । তিনি তালা উপজেলার গোপালপুর গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গোপালপুর গ্রামের বিধান বিশ্বাস জানান, ময়রাপাড়ার চরপাটায় কপোতাক্ষ নদে তিনি দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। তাকে ওই জায়গা থেকে সরানোর জন্য স্থানীয় একটি মহল চেষ্টা চালিয়ে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে ১১ দিন আগে ওই মহলটি তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে । এ নিয়ে প্রতিবাদ করায় তার বড় ভাই আদিত্য বিশ্বাসকে মারপিট করা হয়।

তিনি বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি করলে গত ৩০ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নৌকায় মাছ ধরার সময় তালা গ্রামের মালোপাড়ার দিপু হালদার, দীপঙ্কর হালদার, পবিত্র বিশ্বাস, জয়দেব সাধু, ও রহিমা বাদ গ্রামের নাজমুল সহ অজ্ঞাতনামা ৫/৭জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার পর নৌকা, জাল, কাছে থাকা কিছু নগদ টাকা নিয়ে যায় তারা। স্থানীয় আইয়ুব আলী তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

এ ব্যাপারে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব সরদার জানান, বিধান বিশ্বাসের মাথার সিটি স্ক্যান করতে বলা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি শঙ্কা মুক্ত।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(আরকে/এএস/জানুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test