E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০২৫ জানুয়ারি ০১ ২৩:৩২:০৫
ফরিদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু'র সভাপতিত্বে ও ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি'র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, শহর বিএনপির আহবায়ক এ এফ এম কায়েম জঙ্গি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান টিংক, কেন্দ্রীয় যুব দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান লিংকন, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. সেলিম হোসেন ওরফে ভিপি. সোলিম, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ প্রমুখ।

এসময় ফরিদপুর জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদলসহ জেলার অন্তর্গত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ‌শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল ‌ প্রতিষ্ঠা ‌করেছিলেন। বক্তারা ছাত্রদলের বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ছাত্রদলের নেতা কর্মীদের খুন, গুম, মামলা, হামলা করে অনেক অত্যাচার করেছে। তারা জানান, ৫ আগস্ট হাসিনার পতন ঘটেছে, এখন আমরা ইচ্ছামত কথা বলতে ও চলাফেরা করতে পারছি'।

বক্তারা বলেন, এরশাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিকা রেখেছে। শেখ হাসিনা সরকার পতনেও জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তারা বলেন, তারেক রহমানের নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সুদৃঢ় করাসহ একটি অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে ওই সমাবেশে জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

(আরআর/এএস/জানুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test