E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা করলেন ভূমি কর্মকর্তা 

২০২৫ জানুয়ারি ০১ ২০:০৩:২৯
নড়াইলে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা করলেন ভূমি কর্মকর্তা 

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের গোপালপুরে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে ২ জনকে অভিযুক্ত করে নড়াইল সদর থানায় মামলা করেছেন ভদ্রবিলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেবি রানী রায়।

আজ বুধবার নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত শফিউদ্দিন মোল্যার ছেলে গোলাম রব মোল্যা ও ভদ্রবিলা গ্রামের মোহর শেখের ছেলের লিটন শেখ।

মামলার এজহারে বাদী অভিযোগ করেছেন, গত ২৯ ডিসেম্বর ভদ্রবিলা ইউনিয়নের গোপালপুরে সরকারি জমি থেকে চুরি করে গাছ বিক্রি হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পাই, দিঘলিয়া-সারকেলডাঙ্গা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১০৬৮ ও ১০৭১ নম্বর দাগের কাঁচা রাস্তা শ্রেণির জায়গায় ৩টি মেহেগনী ও ১টি দেবদারু গাছ চুরি করে অপসারণ এবং বিক্রি করা হয়েছে। গাছ ৪টির মূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা। দীর্ঘদিন ধরে এই গাছগুলোর মালিকানা দাবি করে আসছিলেন দিঘলিয়া গ্রামের রব মোল্যা। এরই সুবাদে রব মোল্যার সঙ্গে ৭৫ হাজার টাকার বিনিময়ে গাছগুলো নেওয়ার চুক্তি হয় লিটনের৷ একপর্যায়ে গত ২৮ ডিসেম্বর গাছগুলো কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে গোলাম রব মোল্যাকে ফোন দিলে তিনি অসুস্থ দাবি করে কথা বলতে অস্বীকৃতি জানান। আরেক অভিযুক্ত লিটন শেখ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কোনো গাছ কাটিনি। আমাকে ফাঁসানো হচ্ছে।

(আরএম/এসপি/জানুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test