E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুলের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ২

২০২৪ ডিসেম্বর ৩১ ১৪:২৮:২৫
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুলের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ২

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এসময় কামরুলকে রক্ষায় এগিয়ে আসা রেজাউল করিম সজল নামের এক ব্যক্তি সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় গোয়ালচামট মডেল মসজিদের সামনে ওই হামলার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় রিপন সেখ ও সোহাগ হাওলাদার নামের দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃত রিপন শেখ শহরের রঘুনন্দনপুরের সাত্তার শেখে ছেলে ও সোহাগ হাওলাদার শহরের রথখোলা এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোয়ালচামট মডেল মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বের হওয়ার পর ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে কামরুলের ওপর হাৃমলা চালায়। এসময় কামরুলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তৎক্ষনাৎ তাকে রক্ষায় এগিয়ে আসেন রেজাউল করিম সজল নামের এক ব্যক্তি। সজল তার হাত দিয়ে ওই আঘাত ঠেকিয়ে দিলে তার দুই হাতের তালু ও কয়েকটি আঙুল সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়। পরে মরিচের গুড়া ছিটিয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে বলে জানা যায়।

এ ঘটনায় উপরোক্ত দুইজনকে আটকসহ ও হামলাকারীদের কাছ থেকে ধারালো দা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান।

উল্লেখ্য, অতীতেও (২০০৩ সালে) কামরুলকে গুলি করে হত্যার চেষ্টা করেছিলো সন্ত্রাসীরা।

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকীর ওপর সন্ত্রাসী হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন তার সংগঠন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, তার বড়ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ফরিদপুর কোতয়ালি থানায় একটি হত্যাচেষ্টা মামলার প্রস্তুতি চলছিলো।

(আরআর/এএস/ডিসেম্বর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test