E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

২০২৪ ডিসেম্বর ৩০ ১৯:০৬:২১
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ‌হৃদয় শেখ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদয় প্রাণ কোম্পানির একটি ভ্যান গাড়ির ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। ফরিদপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল হৃদয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ‌ ফরিদপুর কোতোয়ালি থানাধীন বাইপাস সড়ক আয়েশা অটোমোবাইল ওয়ার্কশপ দোকানের সামনের পাকা রাস্তার ওপর এ সড়ক দুর্ঘটনা ‌ঘটে। নিহত হৃদয় শেখ ফরিদপুর সহরতলীর বিল মাহমুদপুর গ্রামের শেখ আব্দুল জব্বারের ছেলে।

জানা গেছে, রাজবাড়ি রাস্তা মোড় থেকে মুন্সিবাজার যাওয়ার পথে প্রাণ কোম্পানির ভ্যান চালক, প্রাণ কোম্পানির ভ্যানসহ মাল ডেলিভারি দেওয়ার জন্য মুন্সি বাজারে যাওয়ার সময় বাইপাস সড়কস্ব আয়েশা
অটোমোবাইল ওয়ার্কশপ এর সামনে আসলে পিছন দিক থেকে দূরপাল্লার পরিবহন গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস জোরে ধাক্কা দিলে প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান হৃদয় শেখ (২৩) সিটকে রাস্তার উপর পড়ে মাথা ফেটে ঘিলু বের হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি এবং গোল্ডেন পরিবহন দ্রুত গতিতে চলে যায়।

এসময় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাইপাস সড়ক অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(আরআর/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test