E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা

২০২৪ ডিসেম্বর ৩০ ১৯:০৩:২০
মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা

এস এ সাদিক, মেহেরপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সোমবার বিকেলে মেহেরপুরের কাথুলী রোডের খান কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন পেশাজীবী সমাজ বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। এই পেশাজীবী সমাজে শিক্ষক আছে, এডভোকেট আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে অনেকেই আছে যারা বাংলাদেশের প্রত্যেকটি অঙ্গে অঙ্গে জড়িত। তাই এই পেশাজীবীদের সংগঠনের প্রতি আহ্বান জানায় আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করে জনগণকে বুঝিয়ে আপনারা আগামী দিনে বিএনপি জনগণের ভোট পেয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায় সেই দায়িত্ব কিন্তু আপনাদের অনেক অনেক বেশি।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফয়েজ মোহাম্মদ, মেহেরপুর জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আবু সালে মোহাম্মদ নাসিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাপি, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, মেহেরপুর জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকের দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, মেহেরপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা নাহিদ আহমেদ সহ বিভিন্ন নেতাকর্মীরা।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভায় সঞ্চালনা করেন মেহেরপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলীম।

এর আগে আলোচনা সভায় উপস্থিত অতিথিদেরকে বিভিন্ন নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

(এসএএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test