E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেড় যুগ পর বন্দর কমিটির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক পান্না

২০২৪ ডিসেম্বর ৩০ ১৮:৪১:৪২
দেড় যুগ পর বন্দর কমিটির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক পান্না

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দীর্ঘ দেড় যুগ পর জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বাটাজোর বন্দর ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ন পরিবেশে বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪৭২ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোট প্রদান করেন। রাতে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. অলিউল্লাহ জানিয়েছেন, আনারস মার্কার প্রার্থী আকতার হোসেন বাবুল ২৬৭ ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বই মার্কার প্রার্থী এমদাদ হোসেন পান্না ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী এবং অন্যান্য পদে একাধিক প্রার্থীরা অংশগ্রহন করেন।

আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, বাটাজোর বন্দরের ট্রেড লাইসেন্সধারী বৈধ ব্যবসায়ীরা স্বচ্ছ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছেন। নির্বাচন শান্তিপূর্ন করার লক্ষে উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার অন্যান্য বাজারের ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে চাইলে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test