E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে জিইউবির দুই শিক্ষক বরখাস্ত

২০২৪ ডিসেম্বর ৩০ ১৮:৩৭:৪২
বরিশালে জিইউবির দুই শিক্ষক বরখাস্ত

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতাসীন দলের ক্ষমতা ও রেজিস্ট্রার একেএম এনায়েত হোসেনের অনিয়ম করে নিয়োগ পাওয়া দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)।

আজ সোমবার সকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস স্বাক্ষরিত অব্যাহতিপত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্রমতে, শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িতসহ সিজিপিএ পয়েন্ট কম থাকার পরেও নিয়োগসহ বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরিচ্যুত ওই দুই শিক্ষক হলেন, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশাল শাখার আইন বিভাগের প্রভাষক রশিদ নাহিয়ান ও একই বিভাগের শিক্ষক মনজুরুল হাসান নাফি।

দুই শিক্ষকের বহিস্কারের খবর শুনেছেন দাবি করে জিইউবির রেজিস্ট্রার এনায়েত হোসেন তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমার স্বজন হলে কি চাকরি করতে পারবে না।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test