E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে অম্বিকা চরণ মজুমদারের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রকৃতিতে শ্রদ্ধা

২০২৪ ডিসেম্বর ২৯ ২১:০৬:৫২
ফরিদপুরে অম্বিকা চরণ মজুমদারের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রকৃতিতে শ্রদ্ধা


রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে কৃতি সন্তান, ভারত উপমহাদেশের অন্যতম শিক্ষাবিদ, আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত অম্বিকা চরণ মজুমদারের ১০৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় বিজ্ঞান আন্দোলন মঞ্চসহ কয়েকটি সংগঠন।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ফরিদপুর শহরে অম্বিকা চরণ মজুমদারের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ‌সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে অবস্থিত তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলার উপদেষ্টা সরকারি রাজেন্দ্র কলেজের সহকারি অধ্যাপক লিয়াকত হোসেন হিমু, সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক সজল বাড়ৈ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সংগঠক কৌশিক অধিকারী, সদস্য মিফতি ইসলাম পান্নাসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ফরিদপুর অঞ্চল তথা ভারত উপমহদেশের বিশিষ্ট শিক্ষাবিদ,জ্ঞানতাপস, সংগঠক, রাজনীতিবীদ, সংস্কারক আইনজীবী, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা ও আধুনিক ফরিদপুর পৌর নগর গড়ে তোলার প্রাণপুরুষ অম্বিকা চরণ মজুমদারের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ফরিদপুরের বিজ্ঞান আন্দোলন মঞ্চসহ কিছু সংগঠন।

'অখন্ড ভারত তথা ব্রিটিশ আমলের ফরিদপুর অঞ্চলের ওই কৃতি সন্তান ফরিদপুরের শিক্ষা, রাজনীতি, সংস্কৃতিসহ প্রায় সকল ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, তাতে অম্বিকা চরণ মজুমদার ফরিদপুরের ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে অনন্তকাল', এমনটি আশা করেন তাঁকে শ্রদ্ধা জানানো ব্যক্তিবর্গ। তারা জানান, 'আজকের সমাজে এই মহাপ্রাণ, নির্মোহ কর্মবীরের অভাব রয়েছে'। ফরিদপুরের জনসাধারণের জন্য তার অবদান চিরোকাল তাঁকে শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করবে বলেও জানান তারা।

(আরআর/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test