E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র কাদের সেখ গ্রেপ্তার

২০২৪ ডিসেম্বর ২৯ ১৪:৫৪:২৫
ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র কাদের সেখ গ্রেপ্তার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

রবিবার (২৯ ডিসেম্বর) ইসলামপুর থানায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আব্দুল কাদের সেখকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে। এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানার পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার পতনের কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী মিছিল একটি মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দা রামদা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য ছিল।

এ ঘটনায় ওইদিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ইসলানপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আসামি করা হয় ২২০জনকে। ওই মামলায় এজাহার নামীয় আসামি আব্দুল কাদের সেখ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ডিবি পুলিশের সহায়তায় জামালপুর শহরের এক ভাড়া বাসা থেকে এজাহারভুক্ত আসামি সাবেক পৌরমেয়র আব্দুল কাদের সেখকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখকে অনাস্থা জানিয়ে আবেদন করেন ১২জন কাউন্সিলর। গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকেসাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

(আরআর/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test