E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিখোঁজের ৫দিন পর কচুরিপানার নিচে মিলল তরুণের লাশ, আটক ৩

২০২৪ ডিসেম্বর ২৮ ১৫:০১:৫৩
নিখোঁজের ৫দিন পর কচুরিপানার নিচে মিলল তরুণের লাশ, আটক ৩

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে নিখোঁজের পাঁচদিন পর নদীর কচুরিপানা দিয়ে ঢাকা মো. শাওন (১৪) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী গ্রামের কেকরা নদী থেকে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করা হয়। গত ২৩ ডিসেম্বরে নিখোঁজ হয় ওই তরুণ।

নিহত তরুণ শাওন চর গোবিন্দী গ্রামের মো. মুস্তফার ছেলে।

আটককৃত তিন যুবক হলেন উপজেলার আজিজপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. বিদ্যুৎ (১৮), মাদারগঞ্জ উপজেলার ধলির বন্দ গ্রামের আলিমুদ্দিন প্রমাণিকের ছেলে মো. ইসমাইল (২১) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন ইসলাম আনন্দ (২০)।

পুলিশ সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর মো. শাওন নিখোঁজ হলে মেলান্দহ থানায় একটি অভিযোগ করে তার পরিবার। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে প্রথমে মো. বিদ্যুৎকে আটক করে মেলান্দহ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাওনের লাশ উদ্ধারসহ অভিযুক্ত অপর দুই ব্যক্তিকে আটক করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের লাশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(আরআর/এএস/ডিসেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test