E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার

২০২৪ ডিসেম্বর ২৭ ১৯:৪৭:২৫
শ্যামনগরে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আন্তঃজেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য রাশিদুল ইসলাম (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার চুনা ব্রিজ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

শ্যামনগর-সাতক্ষীরা-যশোর এলাকার শীর্ষ মোটর সাইকেল চোর সিন্ডিকেট বাক্কার বাহিনীর দ্বিতীয় প্রধান রাশিদুল উপজেলার বংশীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। এসময় তার নিকট থেকে একটি চোরাই ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে একটি মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে। জ্বালানী শেষ হয়ে যাওয়ার কারণে চুনা ব্রিজ এলাকায় পৌছে মোটর সাইকেলটি বন্ধ হলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে তাকে উদ্ধার করে। মোটর সাইকেল মালিক মোহাম্মদ আলীর দায়েরকৃত মোটর সাইকেল চুরির মামলায় শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাশিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর, যশোর, চুয়াডাঙা, খুলনার ও সিরাজগঞ্জে মোটর সাইকেল চুরির ১০টি মামলা রয়েছে। জামিন নিয়ে বাইরে এসে রাশিদুল ও তার লোকজন একই অপকর্মে জড়িত হয় বলেও তিনি জানান।

(আরকে/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test