E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোয়ালন্দে চোরাই গরু খুঁজতে গিয়ে চোরাই মোটরসাইকেলসহ কসাই গ্রেপ্তার

২০২৪ ডিসেম্বর ২৭ ১৮:০৫:৪০
গোয়ালন্দে চোরাই গরু খুঁজতে গিয়ে চোরাই মোটরসাইকেলসহ কসাই গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশি অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গাজী হাওলাদার (৭৫) নামে এক কসাইকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত গাজী হাওলাদার উপজেলার উজানচর ইউনিয়নের হাচেন মোল্লার পাড়ার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা বলেন, গাজী হাওলাদারের বাড়িতে প্রায় দশ ফুট দেয়াল দিয়ে চারদিকে ঘেরা। তিনি ছেলেসহ কসাইয়ের কাজ করেন। বেশির ভাগ সময় রাতের বেলায় তার বাড়িতে গরু জবাই করা হয়। এগুলো কেউ দেখতে পায় না। শুনেছি তার বাড়ির বিশাল গোয়াল ঘর এবং দশ ফুট দেয়াল দিয়ে আরেকটি ঘর করা আছে। ঘটনার দিন স্থানীয় সাংবাদিক সহ লোকজন তার বারান্দায় গরুর রান ঝুলে থাকতে দেখেন। এসময় স্বীকার করে রাতে একজনের একটা অসুস্থ গরু ১৮ হাজার টাকা দিয়ে কিনছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে উপজেলার উজানচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছাহের মন্ডল পাড়ায় গভীর রাতে এক দরিদ্র কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে দুইটি ষাড় গরু চুরি হয়। ভুক্তভোগী কৃষক অনেক ধারদেনা করে লাল এবং কালো রংয়ের ষাড় দু’টি হাট থেকে ক্রয় করে এতদিন লালন-পালন করছিলেন। ইচ্ছে ছিল আগামী কোরবানীর ঈদে বিক্রি করবেন। ষাঁড় হারিয়ে দিশেহারা হয়ে পড়েন দরিদ্র কৃষক।

এ অবস্থায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গোপনসুত্রে জানতে পারেন দৌলতদিয়া হাচেন মোল্লা পাড়ার গাজী হাওলাদারের বাড়িতে চোরাই ষাড় গরু বেচাকেনা হয়। পূর্বেও তার বিরুদ্ধে মানিকগঞ্জ ও গোয়ালন্দ ঘাট থানায় এ ব্যাপারে দু’টি মামলা রয়েছে। তার ছেলের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত তিনটায় পুলিশ তার বাড়ি ঘিরে রাখে এবং বাড়িতে একটি গরুর কাটা অংশ ঝুলে থাকতে দেখা যায়। পরে যাচাই-বাছাইয়ের জন্য পুলিশ গরুগুলো থানায় নিয়ে আসে এবং প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে। তবে চুরি হয়ে যাওয়া গরু গুলো এখানে পাওয়া যায়নি। এসময় তার বাড়ি থেকে ১৬০ সিসির একটি মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই গরুগুলো সরিয়ে ফেলা হয়েছে কি না তদন্ত চলছে। তাকে শুক্রবার সকালে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

(একে/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test