E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরকারি বিদ্যালয়ে ভর্তি না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

২০২৪ ডিসেম্বর ২৬ ১৯:০৮:৩০
সরকারি বিদ্যালয়ে ভর্তি না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : লটারীতে টিকে থাকার পরও বয়সের অজুহাত দেখিয়ে সরকারি বালক-বালিকা বিদ্যালয়ে ৭১ জন শিক্ষার্থীকে ভর্তি না নেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানবন্ধনে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো: শামিম কাদরী, নাছির উদ্দীনসহ অন্যরা।

বক্তারা বলেন, লটারীতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার পরও ৭১ জন শিক্ষার্থীকে তৃতীয় শ্রেণীতে ভর্তি নিচ্ছে না। এদিকে লটারীতে জেতার পর যে সব স্কুলে আগে লেখাপড়া করত সেখান থেকে ছাড়পত্র নিয়ে ফেলেছি। ফলে ৭১ জন শিক্ষার্থীকে নিয়ে আমরা অভিভাবকরা চরম বিপাকে পড়েছি। তাদের ভবিষ্যত নিয়েও আমরা চরম উদ্বিগ্ন। দ্রুত এবিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পরবর্তীতে জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলনকারীরা ফিরে যান।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মদ জানান, নীতিমালা লঙ্ঘন করে কোন ভর্তির সূযোগ নেই। তকে তিনি বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণাণয়কে অবহিত করেছেন। তারা ভর্তির বিষয়টি শিথিল করলে সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test