E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

২০২৪ ডিসেম্বর ২৬ ১৮:১৬:২৮
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরণের কোটা বাতিলের দাবিতে মাদারীপুরে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসম্বের) দুপুরে মাদারীপুর শহরে শকুনি লেকেরপাড়ে সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।

মাদারীপুর আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জানান, ‘শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সুপারিশ প্রত্যাহার ও সকল উপসচিব পদে কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করে প্রশাসনের সকল স্তরে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে। এই দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

মাদারীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মাদারীপুরের যুগ্ম-আহবায়ক সন্তোষ চন্দ্র চন্দ, মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক বেদানন্দ হালদার, মাদারীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান কামাল আহমেদ, সদর হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন আহমেদ, ডা. অখিল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদারসহ অন্যান্য দফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(এএসএ/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test