E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ২৫ টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের মানববন্ধন

২০২৪ ডিসেম্বর ২৬ ১৮:১১:০৭
গোপালগঞ্জে ২৫ টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ২৫ টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাগণ তাদের উপর যে বৈষম্য হচ্ছে তার প্রতিবাদে ও বৈষম্য দূর করে উপসচিব পর্যায় থেকে সচিব পর্যায় পর্যন্ত মেধার ভিত্তিতে পদন্নোতির দাবীতে মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় পৌরপার্কে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন অফিসের ২৫ ক্যাডারের কর্মকর্তারা এতে অংশ নেন।

এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, গোপালগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় কর্মকর্তারা বলেন, শুধুমাত্র একটি ক্যাডারের কর্মকর্তারা সব ধরনের সুযোগ সুবিধা নেয়ায় বাকী ২৫টি ক্যাডারের কর্মকর্তাদেরকে পদন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অবস্থা চলতে পারেনা। বিশেষ করে উপসচিব থেকে সচিব পর্যায় পর্যন্ত ২৫ ক্যাডারদেরও যাতে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয় তার দাবী জানানো হয়।

(এমএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test