E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিক্ষা-স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি প্রত্যাখ্যান, উপসচিবে কোটা বাতিল দাবি

২০২৪ ডিসেম্বর ২৬ ১৭:৪৮:০৪
শিক্ষা-স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি প্রত্যাখ্যান, উপসচিবে কোটা বাতিল দাবি

রাজন্য রুহানি, জামালপুর : জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান এবং উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের বকুলতলা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক রেজাউল করিম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম, প্রভাষক মো. আসলাম হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ ছানোয়ার হোসাইন, জাহিদা শফির মহিলা কলেজের শিক্ষা ক্যাডার মো. আতিকুর রহমান, UHFPO অফিসের মেডিকেল অফিসার ডা. সানজিদা হোসাইন প্রান্তি, ডিএই দিলরুবা ইয়াসমিন, PWD এর SDE মো. কামরুল হাসান, ডেপুটি পিএমজি মো. আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত রাখার যে পরিকল্পনার কথা উঠে এসেছে তা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তাকে তীব্রভাবে আহত করেছে। এ আঘাত এতটাই প্রকট যে, এটা শিক্ষা ক্যাডারের সব সদস্যকে অন্তহীন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। এটা রাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে অস্থিতিশীল করার মতো একটি পদক্ষেপ বলে আমরা মনে করি।

বক্তারা আরও বলেন, সংস্কার কমিশন প্রকৃত সংস্কার প্রস্তাবনা বাদ দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার যে হঠকারী সুপারিশ করেছেন, তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেধাবৃত্তিক জনপ্রশাসন তৈরি ও বৈষম্য বিরোধী মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এই সুপারিশ প্রত্যাহার করা না হলে প্রশাসনিক সংস্কার ব্যর্থ হবে। আমরা চাই বৈষম্যহীন ও মেধা ভিত্তিক একটি সুন্দর সমাজ।

(আরআর/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test