E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে শুরু হলো ষড়ঋতু ব্যাডমিন্ট টুর্নামেন্ট

২০২৪ ডিসেম্বর ২৫ ২২:৪৭:২৫
পঞ্চগড়ে শুরু হলো ষড়ঋতু ব্যাডমিন্ট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় : পঞ্চগড় জেলার ষড়ঋতু জগদল আয়োজিত ষড়ঋতু ব্যাডমিন্ট টুর্নামেন্ট-২০২৪-২০২৫ সিজনের উদ্বোধন হয়েছে ২৫ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায়।

জেলা শহর থেকে ৯ কিলোমিটার উত্তরের অবস্থিত জগদল দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক আল ইমরান খান।

নাট্যকার ও কলামিস্ট রহিম আব্দুর রহিম এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯বীর ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলম, জগদল বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন দুলু ও গোলাম মোস্তফা।

মাঠ পরিচালনা করেন মো.আবু বারেক লিমন। উদ্বোধনী দুটি ম্যাচে বি গ্রুপে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার ২-০সেটে নাইট রাইডার্সকে হারিয়ে বিজয়ী হয়েছে ।এ গ্রুপে জগদল ফ্যালকন্সকে ২-০ সেটে হারিয়ে বিজয়ী হয়েছে রেপিড ফায়ার সার্ভিস পঞ্চগড় ।

১৬টি দল নিয়ে পরিচালিত টুর্নামেন্টের বাকী দলগুলো হচ্ছে,তারারভিটা বংশাই শিশু-কিশোর থিয়েটার জামালপুর, ব্লাস্টার বয়েস, ষড়ঋতু-জগদল, স্বর্ণলতা স্পোর্টিং ক্লাব, সুপার স্টার, মডেল ক্রীড়া সংগঠন, নাহিদ ট্রেডার্স, কাজীরহাট ক্রীড়া একাদশ, রেঞ্জার্স ক্লাব, সুপার এইচ,ফ্রেন্ডস ক্লাব ও বন্ধু একাদশ।

(এআর/এএস/ডিসেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test