E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে ৩০ সরকারি খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন

২০২৪ ডিসেম্বর ২৫ ১৮:২৯:১২
বাগেরহাটে ৩০ সরকারি খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নের ৩০টি সরকারি খাল অবমুক্ত করার দাবিতে গণস্বাক্ষর ও পশ্চিমডাঙ্গা এলাকার মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি। আজ বুধবার দুপুরে মানববন্ধনে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রজ্জব আলী আকুঞ্জি, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী নিরোধ বিহারী মৃধা, মোজাম শেখ, পিযূষ কুমার নাগ, বাবু সত্যরঞ্জন, অর্ণব মিস্ত্রি, শেখ ইমরান, ইশিতা দেবনাথ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ষাটগম্বুজসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় সুপেয় পানির জন্য হযরত খানজাহান আলী (র:) কয়েকশত দীঘিসহ কয়েক হাজার খাল খনন করেছিলেন। তবে সময়ের বিবর্তনে এখন এসব সরকারি খাল দখল করে চিংড়ি চাষ শুরু হয়েছে। প্রভাবশালী চংড়ি চাষিরা ষাটগম্বুজ ইউনিয়নের ৩০টি সরকারি প্রবহমান খাল দখল করে মাছ চাষ করছে। ফলে ধান উৎপাদন দারুন ভাবে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত খাল অবমুক্ত করার দাবি জানান।

(এস/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test