E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাগরপুরে শুরু হচ্ছে চার দিনব্যাপী নামকীর্তন ও রাধাকৃঞ্চের অষ্টকালীন লীলা কীর্তন

২০২৪ ডিসেম্বর ২৫ ১৪:৩৭:৫৫
নাগরপুরে শুরু হচ্ছে চার দিনব্যাপী নামকীর্তন ও রাধাকৃঞ্চের অষ্টকালীন লীলা কীর্তন

দীপক চন্দ্র পাল, ধামরাই : নাগরপুরের গুহলী কেদারপুর গ্রামের মন্ডল পাড়ায় গোবিন্দ্র লাল আঙ্গিনায় সার্বজনীন আয়োজনে বুধবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ধর্মীয় নাম কীর্তন ও রাধাকৃঞ্চের অষ্টকালীন লীলা কীর্তন উৎসব।

সার্বজনীন এই ধর্মীয় উৎসব পরিচালনা কমিটি আয়োজিত চার দিনব্যাপী বার্ষিক উৎসব বধবার থেকে শুরু হয়ে আগামী ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে শেষ হবে।

২৭ ডিসেম্বর এই উৎসবের বিষেশ আর্কষণ শ্রীশ্রী রাধাগোন্দিদের অষ্ঠকালীন লীলা কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে ২৮ ডিসেম্বর দুপুরে শেষ হয়। উৎসবের এ কয় দিন আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

দুপুরেও আগত হাজারো ভক্ত বৃন্দেেদর মাঝে মহা প্রভুর প্রসাদ বিতরন করা হবে।বিকেলে উৎসবের ক্জুভঙ্গ, জলকেলী উৎসব ও মোহন্ত বিদায়েরর মধ্য দিয়ে শেষ হবে এই চার দিন ব্যাপী উৎসবের ।

এই উৎবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা খ্যাতনামা ৬ টি কীর্তনিয়া দল অংশ নিচ্ছে।নাগর পুরের হরিনাথ পাগল সম্প্রদায়, নারায়ণ সম্প্রদায়, গোপালগঞ্জের রূপ মাধুরী সম্প্রদায়,শেহড়াতৈল মির্জাপুরের বীণাপাণি সম্প্রদায়, দরগ্রাম মানিকগঞ্জের চরণধূলি সম্প্রদায় ও চাকদহ সখীপুরের নিত্যানন্দ সম্প্রদায় নাম কীর্তন পরিবেশন করবেন।

অনুষ্ঠানের বিশেষ আর্কষণ রাধা কৃঞ্চের লীলা কীর্তন সোমবার সকাল থেকে শুরু হবে।লীলা কীর্তন পরিবেশন করবেন ধামর্ইায়ের শিল্পী রুনা দাস, ঢাকার পরান সরকার, টাগহাইলের শ্যামলী মন্ডল।

উৎসব কমিটির সহ-সাধারন সম্পাদক শ্রী চিত্তরঞ্জন সরকার জানান প্রতিবছরের মত এবারো দুরদুরান্ত থেকে সকল শ্রেণীর ভক্তবৃন্দের আগম ঘটে। আগত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়ে থাবে।

উৎসব কমিটির সভাপতি শ্রী গণেশ মন্ডল জানান বাৎসরিক এ উৎসব বিশাল আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসবে প্রতি দিন হাজার হাজার আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। সকলকে এ উৎসব উপভোগের আহ্বান জানান।

(ডিসিপি/এএস/ডিসেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test