E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ধরা পড়লো কুমির, আতঙ্কে গ্রামবাসী

২০২৪ ডিসেম্বর ২৪ ১৯:৫২:৩৭
পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ধরা পড়লো কুমির, আতঙ্কে গ্রামবাসী

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় পদ্মা নদীতে মাছ ধরতে গেলে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১০ ফুট ধোইর্ঘের একটি কুমির। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন এলাকার জেলে শরিফুল ইসলামের জালে আটকা পড়ে কুমিরটি।

জেলে শরিফুল ইসলাম ও তার সহযোগীরা জানান, সকালে মাছ ধরার জন্যই পদ্মা নদীতে জাল ফেলেন তারা। জাল তোলার সময় জালটি ভারি লাগছিলো। প্রথমে বড় কোনো মাছ আটকা পড়েছে ভাবলেও জাল কাছে আসার পর দেখতে পান জালে একটি কুমির আটকা পড়েছে।

কুমির দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও পরে কৌশলে জাল টেনে নদীর পাড়ে এসে স্থানীয় লোকজনকে খবর দেয়। এরপরই সেখানে জড়ো হন উৎসুক জনগণ। জনগণের সহায়তায় কুমিরটি ধরে বেঁধে ফেলি।পরে বন বিভাগ কুমিরটি নিয়ে গেছে।

এদিকে ১০ ফুট দৈর্ঘ্যের কুমিরটি নদীতে আসার ঘটনা নিয়ে আতঙ্কিত এলাকাবাসি। এ ঘটনায় সরকারিভাবে নদীর তীরবর্তী এলাকায় সচেতনতা প্রচারণা চালাতেও দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানিয়েছেন, কুমিরটি ১০ফুট দৈর্ঘ্যের বেশি। জেলের জালে ধরা পড়ার বিষয়টি স্থানীয়রা খবর দেয়। সেখানে গিয়ে আমরা কুমিরটি উদ্ধার করে নিয়ে আসছি। এটি পদ্মা নদীর গভীর জলে ছেড়ে দেয়া হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, নদীর তীরবর্তী এলাকায় সচেতনতা বাড়াতে মাইকিং করে প্রচারণা চালানো হবে। এ ব্যাপারে বন বিভাগের সাথে কথা বলবো।

(এমজে/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test