E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘এই কম্বলটিই আমার শীতের দিনের সম্বল’

২০২৪ ডিসেম্বর ২৪ ১৯:২১:৩৭
‘এই কম্বলটিই আমার শীতের দিনের সম্বল’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : গরিব ও অসহায় শীর্তাত মানুষের মাঝে ৩শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিক খায়রুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়ের বড়তলা মোড় বাজারে শীতবস্ত্র (কম্বল) নিতে আসা অসহায় রহিমা বেগম বলেন, শীতের দিনে আমার মত যারা গরিব কম্বল পেয়েছেন তারা সবাই খুব খুশি।

রহিমা বেগম বলেন, এই কম্বলটিই আমার শীতের দিনের সম্বল। যারা আমাদের মত গরিব মানুষকে এই কম্বল দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা আরও বড় হোক।

সাংবাদিক খায়রুল ইসলাম ফাউন্ডেশনের চেয়াম্যান প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক জানান, ২০১৬ সাল থেকে তার জন্মস্থান বড়তলা গ্রামের পাঁচটি পাড়ার হতদরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তিনি তার সীমিত সামর্থ্য থেকেই অসহায় মানুষের মাঝে মানবতার পাশে দাড়াতে এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌরসভার সাবেক কমিশনার মো: এমরানুল ইসলাম খান মুসা, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: লুৎফুর রহমান হৃদয় ও প্রতিদিনের কাগজ বন্ধু মহলের ময়মনসিংহ বিভাগীয় প্রধান মো: রেজাউল করিম রেজা। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test