E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে পুষ্টি ও সচেতনতা শিখন মেলা অনুষ্ঠিত 

২০২৪ ডিসেম্বর ২৪ ১৮:৫৫:৩১
বোয়ালমারীতে পুষ্টি ও সচেতনতা শিখন মেলা অনুষ্ঠিত 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার সকালে উপজেলার কাদিরদী হাইস্কুল মাঠে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় এ পুষ্টি মেলার আয়োজন করে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটি ডেভলপমেন্ট কমিটি (এসডিসি)'র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।

প্রসেনজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, জেলা বিএসটিআইএর সহকারী পরিচালক অমলেন্দু বাড়ৈ, পিকেএফএসএর ব্যবস্থাপনা কর্মকর্তা জেসমীন আরা প্রমুখ।

মেলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দিনব্যাপী এ মেলায় গ্রামীণ জনপদের নারী পুরুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে র‍্যালী, নানা-নাতির গম্ভীরা, নাটিকা, কবিতা আবৃত্তির। এ মেলায় শাকসবজি, ফলমূল, স্বাস্থ্য সহ ১১টি স্টলে বিভিন্ন ধরণের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠী মারাত্মক অপুষ্টির শিকার। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়।

(কেএফ/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test