E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ‘ম্যাটস’র নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা

২০২৪ ডিসেম্বর ২৩ ১৯:০৪:০৩
ফরিদপুরে ‘ম্যাটস’র নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর নাম পরিবর্তন করেছে ওই প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীরা।

আজ সোমবার সকালে ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির বর্তমান নাম পরিবর্তন করে নতুন নাম 'মেডিকেল ইনস্টিটিউট, ফরিদপুর' সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে তারা। নিজ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের এই অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, সাকিব আকন্দ, তাজউদ্দীন তাজ, নিসাত তাসনিম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, হযরত আলী, তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইম আবরার সহ ম্যাটসের সকল বর্ষের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম (পলিন) উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'ম্যাটস এর শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করার জন্য সরকারের কাছে আবেদন করেছিলো সে বিষয়টি আমাকে অবগত করেছে। তবে, অনুমোদন পেয়ে গেছে কিনা আমি জানি না। আসলে আমি একটা ট্রেনিংয়ে আছি, ওই বিষয়ে কোন চিঠি এখনও আমার হাতে আসেনি। অফিসে এসেছে কিনা সেটিও জানিনা।’

ডা. পলিন আরো বলেন, 'শিক্ষার্থীরা আজ নাম পরিবর্তন করে ফেলেছে, সেটা আপনার থেকেই প্রথম জানলাম।’ ফ্রী হয়ে এসব বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিবেন বলেও জানান তিনি।

(আরআর/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test