E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে প্রধান শিক্ষক বিরুদ্ধে স্কুলের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

২০২৪ ডিসেম্বর ২৩ ১৮:৫২:১১
বাগেরহাটে প্রধান শিক্ষক বিরুদ্ধে স্কুলের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিধি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ওই বিদ্যালয়ের আটজন শিক্ষক লিখিত অভিযোগটি দাখিল করেছেন। বিদ্যালয়ের টিচারস্ কাউন্সিলের সভায় গঠিত তিন সদস্য বিশিষ্ট আয়-ব্যয় নিরীক্ষা কমিটির মাসব্যাপী যাচাই-বাছাইয়ে পর প্রধান শিক্ষক বিধান ব্রহ্মের এ অর্থ আত্মসাতের ঘটনা ফাঁস হয়েছে। দীর্ঘ নয় বছর ধরে তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বহু অনিয়ম-দুর্নীতি করেছেন। আয়-ব্যয় নিরীক্ষা কমিটির তিন সদস্য ও ওই বিদ্যলায়ের সহকারী শিক্ষক প্রভাত কুমার মজুমদার, সুশান্ত কুমার ব্রহ্ম ও স্মৃতি ঘরামী এ তথ্য নিশ্চিত করেছেন। 

অভিযোগপত্র ও শিক্ষকরা জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়টিতে বর্তমানে ১৩ জন শিক্ষক, ৫ জন কর্মচারী ও ২৩০ জন শিক্ষার্থী রয়েছে। বিধান চন্দ্র ব্রহ্ম ২০১৬ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের পর তিনি আওয়ামী লীগের চিতলমারী উপজেলা শাখার দপ্তর সম্পাদক পদে যোগ দেন। এরপর তিনি নয় বছর ধরে বিভিন্ন সরকারি বরাদ্দকৃত অর্থ, সংস্থার অনুদান এবং বিদ্যালয়ের সম্পদ থেকে অর্জিত বড় অংকের টাকা ও বিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় মিলিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাৎ করেছেন। তাঁর আত্মাসাতের বিষয়টি দীর্ঘদিন ধরে শিক্ষকবৃন্দ, কমিটির সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মহলে বহু আলোচনা-সমালোচনা হলেও তার ক্ষমতার প্রভাবে ভয়ে কেউই মুখ খুলতে সাহস পাননি।

গত ৫ আগষ্ট ক্ষমতার পালা বদলের পর শিক্ষক ও অভিভাবকরা বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে ওঠেন। তারা গত ২৬ অক্টোবর টিচারস্ কাউন্সিলের সভা ডাকেন। সভায় প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্মের আমলে আয়-ব্যয়ের সকল হিসাব নিরিক্ষার জন্য রেজুলেশনের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করা হয়। কমিটিতে ওই স্কুলের সহকারি শিক্ষক প্রভাত কুমার মজুমদারকে প্রধান নিরীক্ষক, সুশান্ত কুমার ব্রহ্ম ও স্মৃতি ঘরামীকে সহকারি নিরীক্ষকের দায়িত্ব প্রদান করা হয়। প্রধান শিক্ষকের দাখিলকৃত হিসাব সংক্রান্ত রেকর্ডপত্র নিরীক্ষা করে এক মাস পরে ২৬ নভেম্বর নিরীক্ষা কমিটি হিসাব দাখিল করেন। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম ৪৫ লাখ ৩৮ হাজার ২৭৬ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন উৎস হতে বড় অংকের টাকা অবৈধভাবে গ্রহণ করেছেন। এই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্মের সাথে কয়েক দফা ঝগড়াঝাটি হয়েছে। তাই কোন উপায় না পেয়ে ওই বিদ্যালয়ের আটজন শিক্ষক প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে চাকুরী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য গত ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রধান নিরীক্ষক প্রভাত কুমার মজুমদার, সহকারি নিরীক্ষক সুশান্ত কুমার ব্রহ্ম, স্মৃতি ঘরামী ও অভিভাবক শংকর ব্রহ্ম বলেন, ‘আমরা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে স্কুলের যাবতীয় টাকা ফেরতসহ প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে চাকুরী বিধি অনুযায়ী বিচার চাই।’

কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস জানান, ওই প্রধান শিক্ষক আসার পরে ২০১৬ সাল থেকে স্কুলে কোন আয়-ব্যয়ের হিসাব হইনি। কমিটি করে প্রধান শিক্ষক হিসেবের দায়িত্ব দিয়েছেন। যাচাই-বাছাই শেষে কমিটি ওই অর্থ আত্মসাতের প্রমান পেয়েছে।

টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম বলেন, ‘ওরা আমার নিজেরাই নিরীক্ষা কমিটি করেছে। আমি কোন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত নই।’

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, ‘আসলে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস কুমার পাল ১০ দিনের একটি প্রশিক্ষনে ঢাকায় রয়েছেন। এখন আমি অতিরিক্ত দায়িত্বে আছি। অভিযোগটি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেয়া হয়েছে।

(এস/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test