E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিয়ের দাবিতে কুষ্টিয়ার সওজের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে নারীর অনশন

২০২৪ ডিসেম্বর ২৩ ১৮:৩৩:২৪
বিয়ের দাবিতে কুষ্টিয়ার সওজের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে নারীর অনশন

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : বিয়ের দাবিতে কুষ্টিয়ার সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়ি চালক রাব্বি আহমেদ ইমরানের প্রেমে পড়ে অনশনে বসেছেন স্বামী পরিত্যক্তা এক নারী। ওই নারীর বাড়ি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে। 

আজ সোমবার সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাসের সওজের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে ওই নারী বিয়ের দাবিতে অনশন করছেন। অভিযুক্ত গাড়ি চালক রাব্বি আহমেদ ইমরানের বাড়ি বরিশালের পিরোজপুর জেলার দেলোয়ারের ছেলে। তিনি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়ি চালক হিসেবে কর্মরত রয়েছেন।

অনশন অবস্থায় ওই নারী বলেন, আমি নৃত্য অনুষ্ঠানে নাচ করি। দুই বছর আগে কুষ্টিয়া শহর এলাকা থেকে আমাদের দুজনের পরিচয় হয়। সেখান থেকেই মোবাইল ফোনে একটু একটু গল্পে শুরু হয় প্রেমের সম্পর্ক। পরে বিয়ের আশ্বাস দেখিয়ে শহরের বিভিন্ন বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন রাব্বি আহমেদ ইমরান।

তিনি দাবি করেন, বিভিন্ন সময় হোটেলে নিয়েও ধর্ষণ করেছে। এখন এসে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাকে বিয়ে না করলে প্রেমিক ইমরানের সামনেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দিচ্ছেন ওই নারী।

অভিযুক্ত রাব্বি আহমেদ ইমরানের সঙ্গে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test