E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

২০২৪ ডিসেম্বর ২৩ ১৭:৪৭:২৪
ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক প্রয়াত ডা: মং স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাসপাতালের পরিচালকের বাসভবন চত্বরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পক্ষে হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর নেতৃত্বে এসময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, স্টাফ এবং নার্সরা প্রয়াত পরিচালক ডা: মং স্টিফেন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

হাসপাতালের প্রোগাম ম্যানেজার শিমসোন চাকমার সঞ্চালনায় এসময় বাইবেল পাঠ ও প্রার্থনা সভা পরিচালনা করেন পরিচালক ডা: প্রবীর খিয়াং। স্মৃতিচারণ করেন কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা এবং হাসপাতালের প্রশাসন বিভাগের স্টাফ সৌমেন খিয়াং।

এদিকে ডা: মং স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর সহকর্মীদের পক্ষ হতেও পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

প্রসঙ্গত: ২০১৫ সালের ২৩ ডিসেম্বর পরিচালকের বাসভবনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডা: মং স্টিফেন চৌধুরী মৃত্যুবরণ করেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test