E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা 

২০২৪ ডিসেম্বর ২২ ১৮:০৩:০০
মাগুরায় ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় মঘী দক্ষিণপাড়ার মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকালে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় নড়াইলের ঘোড়া প্রথম হয়, যশোরের বাঘারপাড়ার ঘোড়া দ্বিতীয় হয় এবং মাগুরার মহম্মদপুর পাল্লা শিরগ্রামের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন,শাহেদ হাসান টগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মঘী ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজসহ অন্যরা।

দীর্ঘদিন পর মেলা হওয়ায় মানুষের ঢল নেমেছে এ গ্রামে। পাশাপাশি ঘোড়া দেখতে ও দৌড় দেখতে মঘী গ্রামের মানুষসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের আমোদে দর্শক উপস্থিত হন। মাগুরা সদরের মধ্যে মঘীর মাঠ সর্ববৃহৎ এই মাঠে একসময় জমজমাট ঘোড়দৌড় মেলা হতো। যা দেখতে দূর-দূরান্তের মানুষের ঢল নামতো। এবারের আয়োজনে দীর্ঘ দিন পরে মানুষের মনে আনন্দের জোয়ার বইছে।

আয়োজক কমিটির প্রধান খায়রুজ্জামান সবুজ বলেন, দীর্ঘ ১০ বছর পর আমরা মঘীর মাঠে ঘোড়দৌড় ও মেলা করছি। এ মেলাকে ঘিরে মানুষের মনে আনন্দ উচ্ছ্বাস বইছে।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় যশোর, ঝিনাইদহ, শৈলকুপা, মাগুরা, মহম্মদপুরসহ বিভিন্ন এলাকার ৩২টি ঘোড়া এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতা উপলক্ষে এখানে বসে গ্রামীণ মেলা।

(বিএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test