E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাগেরহাটে বৃষ্টিতে বিপাকে সাধারণ মানুষ 

২০২৪ ডিসেম্বর ২১ ১৯:১৬:১১
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাগেরহাটে বৃষ্টিতে বিপাকে সাধারণ মানুষ 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বাগেরহাটে শুক্রবার দিবাগত গভীর রাত থেকেই শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি।

আজ শনিবার সকাল থেকে বৃষ্টিতে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মসহ জীবনযাত্রা দারুন ভাবে ব্যাহত হয়েছে। বৃষ্টিতে শীতের তীব্রতাও বেড়েছে। এদিকে নিম্নচাপের কারনে সাগরে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ায় টিকতে না পেরে ফিশিং ট্রলারগুলো উপকূলের মৎস্য বন্দরসহ সুন্দরবনের নদী খালে নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। তবে, এই অবস্থার মধ্যেও মোংলা বন্দরে অবস্থানরত ১৫টি বিদেশী জাহাজ থেকেই পন্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। আগামী দু’একদিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হলেও বাগেরহাটসহ উপকূলজুড়ে শীতের তীব্রতা বাড়তে পারে বলে নিশ্চিত করেছেন মোংলা আবহাওয়া অফিস।

বাগেরহাটে থেকে থেকে বৃষ্টির কানে শহরের প্রধান বাজারে ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় শাকসব্জিসহ ক্ষুদ্র ব্যবসায়ীও বিপাকে পড়েছেন। রিকশাচালক শেখ আবু সাঈদ জানান, শুক্রবার দিবাগত গভীর বার থেকে থেমে থেমে হচ্ছে। সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে রিকশা চালাচ্ছি, কিন্তু যাত্রী অনেক কম। দিনে যা আয় করি, আজ তার অর্ধেকও হয়নি। তার পরে সন্ধ্যায় আছে কিস্তির টাকা পরিশোধের চাপ। ভ্যানচালক কাশেম মোল্লা জানান, বৃষ্টিতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। শীত বাড়ায় ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। যাত্রী তেমন পাচ্ছিনা। ঘরে ছেলে-মেয়েরা বসে আছে, তাদের জন্য কাজ করতেই হচ্ছে।

স্থানীয় কৃষক আবদুল বিধান মন্ডল জানান, এখন আমন ধান শুকানোর সময় চলছে। বৃষ্টিতে এখন ধান ভেজা থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু দিন রোদ না হলে আমাদের কৃষকদের বড় ক্ষতি হবে। মোরেলগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ-নেওয়াজ খান সজিব জানান, এই মুহুর্তে বৃষ্টিতে ধানের বেশ ক্ষতি হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক জনসংযোগ মো. মাকরুজ্জামান জানান, দিনভর থেমে থেমে বৃষ্টির মধ্যেও মোংলা বন্দরে অবস্থানরত ১৫টি বিদেশী জাহাজ থেকেই পন্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ জানান, গভীর রাত থেকে বাগেরহাটে ১.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’একদিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হলেও বাগেরহাটসহ উপকূলজুড়ে শীতের তীব্রতা বাড়তে পারে।

(এস/এসপি/ডিসেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test