E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫ আগস্টের পর আত্মগোপনে রাজবাড়ীর ১১ ইউপি চেয়ারম্যান

২০২৪ ডিসেম্বর ২১ ১৮:১৪:৫৩
৫ আগস্টের পর আত্মগোপনে রাজবাড়ীর ১১ ইউপি চেয়ারম্যান

একে আজাদ, রাজবাড়ী : গত ৫ আগস্টের পর থেকে রাজবাড়ীতে ১১ জন ইউনিয়ন চেয়ারম্যান গা ঢাকা ও কারাগারে রয়েছেন। অনেকেই ছুটির আবেদন দিয়ে নিরাপদে আছেন। আবার ইউনিয়ন পরিষদে না এলেও আড়ালে থেকে চেয়ারম্যান পদ টিকিয়ে রাখতে নিয়মিত স্বাক্ষর করছেন। এসব চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। আর চেয়ারম্যানদের টানা অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর জনরোষের ভয়ে রাজবাড়ীতে ১১ ইউপি চেয়ারম্যান গা ঢাকা ও কারাগারে রয়েছেন।

খোঁজ নিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে জেলার ৪২ ইউনিয়ন পরিষদের বেশিরভাগ চেয়ারম্যান নিয়মিত অফিস করছেন না। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুকু মিজি ও কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু পলাতক থাকায় তাদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। ওই দুটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।

পাংশার পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব বিশ্বাস ওরফে মুনা, কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকবর হোসেন, রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভুঁইয়া, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম ফরিদ হোসেন বাবু মামলার কারণে পলাতক রয়েছেন। তাদের কেউ কেউ ৩ মাসের ছুটির আবেদন করেছেন। পলাতক থেকেও আবার কেউ কেউ নিয়মিত স্বাক্ষর করছেন।

সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ওয়াহিদুজ্জামান বেশ কিছু দিন কারাগারে থাকার পর জামিন লাভ করেছেন। কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলী মামলায় কারাগারে রয়েছেন। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব ছুটির আবেদন দিয়েছেন। ওই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আজাদ। এ ছাড়া ৫টি উপজেলার আওয়ামী লীগের দলীয় পদধারী অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে।

বিল্লাল হোসেন নামে এক সেবাগ্রহিতা বলেন, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম মামলা থাকার কারণে পলাতক থাকলেও কাগজে দেখছি তার স্বাক্ষর। ৫ আগস্টের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন। পলাতক থাকলেও তিনি কীভাবে স্বাক্ষর করছেন। তার স্বাক্ষরের জন্য একদিন পর কাগজ হাতে পেলাম।

জামালপুর ইউনিয়ন পরিষদের একজন সদস্য বলেন, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে আসেন না। তবে তিনি কাগজপত্রে স্বাক্ষর করছেন।

রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন। তিনি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আছেন। তবে কারা ছুটির আবেদন করেছে বা পলাতক এ বিষয়ে বলতে অস্বীকার করেন। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

(একে/এসপি/ডিসেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test